বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :::
বাকেরগঞ্জে বিএনপি নেতা নাসির তালুকদারের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্জীবিত করার অভিযোগ হাতিয়া এক রাতে তিনটি ঘর ডাকাতি” খেয়েছেন ফ্রিজে থাকা আপেল কমলা মিষ্টি। বর্ণিল আয়োজন এর মধ্য দিয়ে শেষ হলো জাতীয় দৈনিক ভোরের সময়ে পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী, নোয়াখালী কবিরহাট উপজেলার ভুঁইয়ারহাট উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সাবেক সরকার আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ইসলাম থেকে আমাদের পিছিয়ে দিয়েছিলো; এস এম সাহাব উদ্দিন।। নোয়াখালীর বেগমগঞ্জে নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ। নেত্রকোনায় ভাইয়ের হামলায় ভাই আহত ।। জাতীয় প্রেসক্লাবে সি.এন.জি চালকদের মানববন্ধন । “বিদায় নিলেন বড় পর্দার নবাব সিরাজউদ্দৌলা । “বসুন্ধরা সিটিতে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যমেলা প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।।
আমাদের উদ্যোগ রাজনৈতি তবে শুধু দল নয়ঃজাতীয় নাগরিক কমিটি

আমাদের উদ্যোগ রাজনৈতি তবে শুধু দল নয়ঃজাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল কিনা- এমন আলোচনার মধ্যে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা রাজনৈতিক দল নই। তবে আমাদের উদ্যোগ রাজনৈতিক।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে শনিবার সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কথা বলা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত এ নাগরিক কমিটি নিয়ে তারা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে কিনা, এ নিয়ে বিভিন্ন মহলের জল্পনা-কল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিনসহ অন্য নেতারা।

তারা বলেন, স্বৈরাচারী সরকার পতনের জন্য জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে হাজারের কাছাকাছি ছাত্রজনতা শহিদ হয়েছেন। প্রায় ৩০ হাজারের অধিক আহত হয়েছেন। তাদের এ সাহসী আত্মত্যাগ যেন কোনোভাবে শেষ না হয় সে জন্য সম্প্রতি ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠন করা হয়েছে।

লিখিত বক্তৃতায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্ত হয়। জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিণত হয় সারা দেশের জনগণের মুক্তির আন্দোলনে। ছাত্র-জনতার কাছে পরাজিত হয় ফ্যাসিস্ট শক্তি। এ আন্দোলনে হাজারের কাছাকাছি মানুষ শহিদ হয়েছেন। তাদের এই সাহসী আত্মত্যাগই বাংলাদেশের সামনে নতুন সুযোগ শুরু হয়েছে এগিয়ে যাওয়ার।

পাঁচ বছর পর পর ক্ষমতা হস্তান্তর হবে কি প্রক্রিয়ায় তা নিয়েই এতদিনে কোনো ঐক্যে পৌঁছানো যায়নি। ফলে আমাদের এ নাগরিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, জনগণসহ সব রাজনৈতিক পক্ষের মধ্যে বাংলাদেশ পুনর্গঠনে জাতীয় ঐক্য তৈরি করা।

সামান্তা আরও বলেন, জাতীয় নাগরিক কমিটি তরুণদের নেতৃত্বে তৈরি হওয়া প্ল্যাটফর্ম। আমরা সামনের দিনে বাংলাদেশকে গড়ে তোলার জন্য তরুণসহ সব নাগরিককে এ প্ল্যাটফর্মে একত্রিত করতে চাই। এরই মধ্যে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছে সরকার। আমরাও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিশেষজ্ঞদের মতামত একত্রিত করে প্রস্তাবনা তুলে ধরব কমিশনের কাছে। আমরা চাই কমিশনগুলো তাদের কাজের সময় আন্দোলনরত সব শক্তিকে সঙ্গে নিয়ে এ কাজ করবে। যেন ঐকমত্যের মধ্য দিয়ে এসব সংস্কার পরিকল্পনা তৈরি করা হয়।

লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © ganamadhyam24.com
Desing & Developed BY Gausul Azam IT