বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা সংবাদদাতা।
নোয়াখালীর বেগমগঞ্জের সেতুভাঙ্গা এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল থেকে সেতুভাঙ্গা বাজারে অনুষ্ঠিত মাহফিলে যোগ দিতে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসতে থাকে। প্রধান বক্তার ওয়াজ শুনতে মাহফিলে লোকে-লোকান্তরে হয়ে যায় নিদিষ্ট সময়ের আগেই।
বেগমগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি
এস এম শাহাব উদ্দিন মোল্লা মাহফিলে সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে বলেন কুরআন ১৪৫০ বছর আগেও ছিল এখনো আছে, তাই আমাদেরকে কুরআনের আইন সমাজে বাস্তবায়নে কাজ করতে হবে। আগের সরকার আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল, ইসলাম থেকে আমাদেরকে পিছনে দিয়েছিলো, আজকের এ মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিবো আমরা প্রত্যেকে ইসলামকে ভালোবাসবো, আমাদের সন্তানদেরকে ইসলাম মুখী করবো, আমাদের ঘরকে ইসলামের আলোয় সাজাবো।
এসময় একামতে দ্বীনের উপর কুরআনের বিশেষ তাফসীর পেশ করেন, মুহাদ্দিস রফিক উল্ল্যা আফসারি, আরও তাফসির পেশ করেন ইসলামি ব্যক্তিত্ব নবীন বক্তা ইয়াসিন আরাফাত টিপু। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। বিশিষ্ট রাজনৈতিকবিদ শাহজালাল লিটন সহ বিভিন্ন পর্যায়ের রাজনীতি ব্যক্তিবর্গ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ত উপস্থিত ছিলেন।
Leave a Reply