বিশেষ প্রতিনিধিঃ
আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে দলগুলোর সাথে আলোচনা শুরু করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তা জানিয়েছেন।
প্রেস সচিব জানান, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে দলগুলোর সাথে। তাদেরকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। ২ থেকে ৩ দিনের মধ্যে কমিশন ফর্ম হবে। আইনশৃঙ্খলার বিষয়েও আলোচনা হবে, তাদের পরামর্শ নেয়া হবে।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই তৃতীয় দফায় এ আলোচনা হবে
সম্পাদক প্রকাশক: কাজী মহিন উদ্দীন রবিন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১৯ উত্তর গোড়ান খিলগাঁও ,ঢাকা- ২২১৪, যোগাযোগ: 01883407218 ইমেল: ganamadhyam024@gamil.com
Copyright @ ganamadhyam24.com